


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : দোয়ারাবাজার থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী একটি পিকআপসহ একজনকে আটক করেছে।
বুধবার( ২জুলাই) বিকেল ৪টায় নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পুলিশ ৫০ ঘনফুট অবৈধ বালু ভর্তি একটি পিকআপ জব্দ করে।
এ সময় গাড়ির সাথে থাকা পূর্ব চারগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র মো. সিরাজ মিয়া (৪৫) কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত সিরাজ মিয়া পুলিশের কাছে স্বীকার করেন যে, তিনি মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়িযোগে বহন করছিলেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানা ওসি জাহিদুল হক বলেন, মামলা রুজু প্রক্রিয়াধীন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

