দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : দোয়ারাবাজার থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী একটি পিকআপসহ একজনকে আটক করেছে।
বুধবার( ২জুলাই) বিকেল ৪টায় নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পুলিশ ৫০ ঘনফুট অবৈধ বালু ভর্তি একটি পিকআপ জব্দ করে।
এ সময় গাড়ির সাথে থাকা পূর্ব চারগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র মো. সিরাজ মিয়া (৪৫) কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত সিরাজ মিয়া পুলিশের কাছে স্বীকার করেন যে, তিনি মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়িযোগে বহন করছিলেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানা ওসি জাহিদুল হক বলেন, মামলা রুজু প্রক্রিয়াধীন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।