শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দোয়ারাবাজারে জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’—এই ভিশনকে সামনে রেখে দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০শে জুন সোমবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন ক্লাব মাঠে জামায়াতে ইসলামীর এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ক্বারী খলিলুর রহমান ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, তিনি তার বক্তব্যে বলেন এদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা ক্ষমতায় এসেছেন তারাই যোগে যোগে এদেশের মানুষের অধিকার নষ্ট করে নিজেদের পেট ভারি করেছেন,এদেশের মানুষের সাথে তারা বারবার ওয়াদা দিয়ে তা ভঙ্গ করেছে এদেশের মানুষ এখন আর তাদেরকে দেশ পরিচালনায় দেখতে চাইনা দেশের মানুষ এখন সচেতন হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের সকল জনগণ জানায়াতে ইসলামিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে বসাইতে চাই।

এদেশের জনগণ আর কোন দুর্নিতীবাজকে ভোট দিবেনা কারণ মানুষ বিগত দিনগুলুতে একে একে বারবার প্রতারিত হয়েছে এসময় তিনক আরও বলেন যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ভালোবেসে রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামিকে ভোট প্রদান করে মানুষের অধিকার আদায়ে সহযোগিতা করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম,তিনি তার বক্তব্যে বলেন আসন্ন নির্বাচনে সকল ইসলামিক দলের ভোটের বাক্স হবে একটি এদেশের মানুষ এবার ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে সংসদে দেখতে চাই।

বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, তিনি বলেন সুনামগঞ্জ সহ বাংলাদেশের প্রতিটি উপজেলায় এবার ন্যায় ইনসাফের প্রতিক দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদে দেখতে চাই।

উক্ত জনশক্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এটি এম আব্দুস সালাম আল মাদানি, তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সর্বত্রে দাড়ি পাল্লা মার্কার জোয়ার উঠেছে আগামীদিনে বাংলাদেশের সংসদে জামায়াতে ইসলামীকে দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই, কোন দুর্নিতীবাজকে এদেশের সংসদে এদেশের জনগণ দেখতে চাইনা।

তিনি আরও বলেন আমাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে ওয়াদা দিচ্ছি আমি কখনো চুরিচামারি করে জনগনের হক মেরে খাবোনা, আমি আপনাদের একজন সেবক হয়ে বাকি জিবন কাটিয়ে দিতে চাই, আমি ছাতক দোয়ারায় কোন বৈষম্য করবোনা আমাকে যদি আপনারা এবার সংসদে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটি ছাতক দোয়ারাকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।

উক্ত সমাবেশে আরও বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দোয়ারাবাজার উপজেলা সাবেক সফল চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুস,তিনি তার বক্তব্যে বলেন বিগত দিনে যারায় ছাতক দোয়ারায় পাশ করেছে সবাই আমার সাথে প্রতারণা করেছে আমাদেরকে সব জায়গায় ঠকিয়েছে যার কারনে আমরা এখনো অবহেলিত অবস্থায় আছি, আমরা আর ঠকতে চাইনা আমরা এবারের নির্বাচনে প্রমাণ করতে চাই ছাতক দোয়ারার মাটি জামায়াতে ইসলামীর ঘাটি।

যুক্তরাজ্য কমিউনিটি লিডার সুলতান আহমেদ, তিনি তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘদিন ভুল জায়গায় ভোট দেওয়ার ফলে আজকে ছাতক দোয়ারার প্রতিটি জায়গায় উন্নয়ুনহীন অবস্থায় আমরা সবচেয়ে অবহেলিত তিনি তার বক্তব্যে ছাতক দোয়ারা ৫আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম আল মাদানীকে উদ্দেশ্য করে বলেন যে আপনি আমাদেরর সাথে যদি এই প্রতিশ্রুতি দেন যে আপনি আগামীতে নির্বাচিত হইলে সংসদে আপনার আসনে যে বরাদ্ধ আসবে সেটি বাংলাবাজারের জন্য দিবেন তাহলে আমিও আপনার সাথে ওয়াদা দিতে চাই জিবনের সবচেয়ে বিলিন করে যেভাবে হোক আপনার নির্বাচনে আমরা সবাই আপনাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।

জনশক্তি সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের আমীর ডা.হারুন অর রশিদ, তিনি তার বক্তব্যে বলেন আগামীদিনে ছাতক দোয়ারাবাজার মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে জামায়াতে ইসলামীকে এই আসনের মানুষ কতটুকু ভালোবাসে, এই ছাতক দোয়ারার মাটিতে দাড়ি পাল্লার ঘাটি হিসেবে প্রমাণ করতে আমরা ঐঐক্যবদ্ধভাবে কাজ করব যে ছাতক দোয়ারার মাটি জামায়াতে ইসলামীর ঘাটি।

আরও বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হুসেন, উপজেলা সাবেক আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, উলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,এডভোকেট সিরাজুল ইসলাম সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলগন বক্তব্য প্রদান করেন।

উক্ত জনশক্তি সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব বিভাগ, শমিক বিভাগ, উলামা বিভাগ এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বাংলাবাজার ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ জনগতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656