রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহতপাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল গ্রেপ্তারছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশজাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর বিতর্ক প্রতিযোগিতায় সম্পন্ন হলো,দোয়ারাবাজারে জিনিয়াস-পাইলট একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনজামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণনাসিরনগরে আলম হত্যার রহস্য উন্মোচন, ছেলের হাতেই পিতা খুনছাতকে নিটল মোটরসের নির্মাণ কাজে চাঁদা দাবির অভিযোগছাতকে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

দোয়ারাবাজারে জামায়াতের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আবু তাহের দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি  :

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজন সম্পন্ন হয়েছে।

শনিবার (৬সেপ্টেম্বর) সকালে উপজেলার দোয়ারা সদর ইউনিয়নের লামাসানিয়া দাখিল মাদ্রাসার ২য় তলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলার উলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কুরআন থেকে দরস প্রদান করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক দোয়ারা ৫ আসনের মনোনীত এমপি প্রার্থী এটিএম আব্দুস সালাম আল মাদানী তিনি তার বক্তব্যে বলেন এবারের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে সকলে কাজ করে প্রমাণ করতে হবে ছাতক দোয়ারার মানুষ ইসলামকে ভালোবাসে, তিনি আরও বলেন আমাকে নির্বাচিত করলে ছাতক দোয়ারাকে একটি আধুনিক রুপে ফিরিয়ে দিব উন্নয়নের মাধ্যমে মানুষের অধিকার আদায় করব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন. দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, তিনি তার বক্তব্যে বলেন এবারের জাতীয় নির্বাচনে এদেশে তথা ছাতক দোয়ারায় ইসলামের বিপ্লব হবে, এখন থেকেই ঐক্যবদ্ধভাবে সকলকে নিজ নিজ এলাকায় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আহবান জানান, আরও  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন,
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের হেফাজতে দায়িত্বশীল প্রতিনিধি ও ত্যাগী কর্মীদের প্রয়োজন। জামায়াতে ইসলামীর প্রতিটা নেতা-কর্মীদেরকে দেশ ও জাতির স্বার্থে জনতার আস্থাভাজন হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভোট কেন্দ্রভিত্তিক সংগঠন ও সমন্বয় কাঠামো জোরদার করতে হবে। সম্মেলনে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক প্রতিবেদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কেন্দ্র প্রতিনিধিদের দায়িত্ব বণ্টন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন দোয়ারাবাজার উপজেলার সভাপতি ডা.আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজ্বী ইউসুফ, যুব ফোরামের সভাপতি ইসমাইল হোসেন, যুব ফোরামের সাবেক সভাপতি দোয়ারা সদর ইউপি সদস্য কামরুল ইসলাম,সহ শ্রমিক,উলামা,যুব বিভাগের  কয়েকটি  ইউনিয়নের  ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656