দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্য নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজার সংলগ্ন স্থানে ‘জিনিয়াস পাইলট একাডেমি’ নামে একটি নতুন কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় শিক্ষানুরাগীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাস্টার আব্দুল মানিক, হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি হাফিজ আমিন উদ্দিন, দারুল হেরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আকলুছ মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার মুশাহিদ আল মামুন, কাসিমিয়া দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হক, সমাজসেবক দিলোয়ার হোসেন ও মো. লাল মিয়াসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ হলেন,শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ূম, আখলুছ মিয়া, জাবরুল আজাদ, মুশাহিদ আল মামুন, জাহাঙ্গীর আলম, সেবুল আহমদ, মুহিবুর রহমান রবিউল, কয়েছ উদ্দিন, নাজমুল হোসেন, জুনেল আহমদ, সদরুল আমীন, বোরহান উদ্দিন, সুহেল আহমদ, এমদাদুল হক, শাহ আলম, নুরুল হক, তানভীর পাবেল, রাজন আহমদ, কামরুজ্জামান জুয়েল, ইকবাল হোসেন, কলিম উদ্দিন মিলন, অঞ্জন সূত্রধর, রুহুল আমিন তানভীর ও জাহাঙ্গীর হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, জিনিয়াস পাইলট একাডেমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।