দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১৭৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে দুই মাসের ৩০ কেজি করে ২বস্তা ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৭৯ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। ২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের সচিব শামছুল আলম, ইউপি সদস্য মাসুদ, মনির উদ্দিন, আব্দুর রউফ, শেফালি আক্তার প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।