শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে সামাজিক সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে একঝাঁক তরুণ স্বপ্ন বিলাসীদের নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের সমাজ আমাদের পরিবারের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে সংগঠনটির আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক ফরহাদ হোসেন, সুলেমান আহমদ ও সংগঠনের সদস্য ইকবাল হোসেন।

তাছাড়া আবু বক্কর,আব্দুল মোতালিব (পাকিছ),মুখলেছ আলী,মিজান মিয়া,মরম আলী,মিয়াজান আলী,নায়েব আলী,শুকুর আলী,নাছির উদ্দিন,বাবুল মিয়া,শাফির উদ্দিন, জসিম উদ্দিন, রবিউল আওয়াল,সাব্বির আহমদ রাজা,লোকমান হোসেন,জলিল আহমদ,আব্দুল মিয়া,তরিক আহমদ,ছামির আহমদ,রিপন আহমদ,আয়বুর রহমান,হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৪ সালে সোনাপুর এলাকার একঝাঁক দেশী-বিদেশী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সমাজ সেবায় নানান ভাবে কাজ করে আসছে আমাদের সমাজ আমাদের পরিবার স্বেচ্ছাসেবী সামাজিক এই সংগঠন।

চলতি রমজান শেষে পরবর্তী পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আশপাশের কয়েকটি গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেয় তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার অনুষ্ঠানিক ভাবে তাদের এই কর্মসূচী উদ্বোধন করা হয়। ১ লক্ষ টাকার পণ্য সামগ্রী বিতরণ করা হবে এলাকার ১’শত পরিবারের মাঝে। ধাপে ধাপে এলাকায় কয়েকটি গ্রামের ১’শত  হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন সংগঠনের সদস্যরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656