দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোকান-কর্মচারী ট্রেড ইউনিয়ন (সিলেট ৮২) এর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (২৪মার্চ) উপজেলার বাংলাবাজার বেলিফুল রেস্টুরেন্টের হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক মাও: সাইফুল ইসলামের পরিচালনায়, উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমতাজুল হাসান আবেদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারী ডা: হারিস, বোগলা ইউনিয়ন সভাপতি আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন সিলেট -৮২; সাধারণ সম্পাদক কাজী ইউসুফসহ মালিক -কর্মচারী নেতৃবৃন্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।