শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দোয়ারাবাজারে গাছের ডাল কেড়ে নিল যুবকের প্রাণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে গাছের ডালের আঘাতে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের রঘারপাড় গ্রামের মাওলানা ইউনুছ আলীর বাড়ির পাশে ঘটনাটি ঘটে।নিহত জুয়েল মিয়া একই ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ক্রয়কৃত গাছ কেটে আনতে শ্রমিকসহ জুয়েল মিয়া ঘটনাস্থলে যান। শ্রমিকরা গাছ কাটতে থাকেন। সহসা গাছের একটি ডাল ছিটকে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা জুয়েলের নাক-কানে সজোরে আঘাত হানে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অধিক রক্তক্ষরণের ফলে দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656