
দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের, চেলা নদীর সোনাপুর খেয়াঘাটের সামনে বজ্রাঘাতে নিহত হয়ে পানিতে নিখুজ হওয়া লাশটি ভেসে উঠলো চাইর গাওঁ বাজার খেয়াঘাটের পিছনে,পানিতে ভাসমান লাশের চুল দেখা গেলে স্হানীয়দের সহযোগীতায় তার পরিবার লাশটি উদ্ধার করে।
দীর্ঘ সময় নিয়ে ডুবুরিদের ৩ টি টিম উদ্ধার কাজ পরিচলনা করে ব্যার্থ হলে, আজ রবিবার ভোর ৬ ঘটিকায় পূরো একদিন পর লাশটি ভেসে উঠে। উলেখ্য গত শুক্রবার সকাল ৮ ঘটিকায় স্টিল নৌকাতে বালি ভরাটের সময়, কাড়ালে থাকা অবস্থায় বজ্রাঘাতে ইলিয়াস আলী (২৭) এই শ্রমিকের মৃত্যু ঘটে, মৃত্যুর সাথে সাথেই নৌকার উপর থেকে লাশটি নদীর পানিতে পড়ে নিখুঁজ হয়ে যায়!মৃত ইলিয়াছ আলী কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।