
দোয়ারাবাজার বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের ঘরের রড বাকা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৪মে ) দুপুর ১ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এ ঘটনাটি ঘটে। নিহত ওয়াবেদ হুসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাউড়া গ্রামের মরহুম হাজ্বী সুরুজ মিয়ার ছেলে ওয়াবেদ (৫০)।
জানা যায়, বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর এলাকাবাসী তাকে তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই ব্যক্তিকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।