রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে- পরিকল্পনামন্ত্রী।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি আমরা। আপনারা জানেন, ট্রাকের মাধ্যমে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। ফলে যেভাবে তড়তড়িয়ে দাম বাড়ছিল সেই বাড়া এখন নেই। এটাও নেমে আসবে এই কয়েকদিনের মধ্যেই। তবে ঘড়ির কাটার সঙ্গে মিলিয়ে সময় বলা সম্ভব না। দ্রব্যমূল্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বাড়ছে। আমাদের চেয়ে বেশি বাড়ছে। আমাদের সরকারের প্রচেষ্টার ফলে আমরা দাবায়ে রাখতে পেরেছি। না হলে আরও ক্ষতি হত। আমরা চাই- এটা কমে আসুক।

শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আইসিটি ভবনের উদ্বোধন পরবর্তী একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে রাতের আঁধারে কখনো ভোট হয় না। যারা বলে, রাতের আঁধারে ভোট হয় তাদের চ্যালেঞ্জ দিলাম। সঠিক তথ্যপ্রমাণ দেন। মামলা করেন। না হয় নির্বাচনে অংশগ্রহণ না করে অহেতুক কথা বলবেন না। আমি বিশ্বাস করি, দেশের মানুষ আওয়ামী লীগকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করবে। কারণ এই সরকার জনগণের সরকার। সরকার চায় মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করতে। দেশের যেদিকেই তাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। এর আগে দেশের মানুষ এত উন্নয়ন দেখে নি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, তোমরা ডিজিটাল দেশে বাস করছো। সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। কোন কিছুর অভাব নেই তোমাদের। তোমরা সবসময় মা-বাবাকে সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে। তাদের সম্মান না করলে জজ ব্যারিষ্টার, এমপি, মন্ত্রী হয়ে কোন লাভ নেই। আর নিজেদের আলোকিত কর‍ততে বেশি বেশি পড়তে হবে। দেশের সঠিক ইতিহাস জানতে হবে। তোমরাই আগামী দিনের কর্ণধার।

অনুষ্ঠানে সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও আইসিটি শিক্ষক মোস্তাক আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রীর পুত্র সাদাত মান্নান অভি, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, কৃষক লীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নূর আলম, পাথারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্র লীগের সভাপতি সদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ। এ সময় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656