নিজেস্ব প্রতিবেদন
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন ‘এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গুচ্ছ গ্রামে বসবাসরত জনগোষ্ঠির মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।