শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ধর্মপাশা’র পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্টিত!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি জেলা।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

শনিবার দুপুরে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি ও উদ্ভোধক সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

প্রধান বক্তা ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন রোকন, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোজ্জামেল হক ইকবাল, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা, পাইকুরাটি ইউপি সাধারণ সম্পাদক মাফিজ আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাহ জাহান, জহির উদ্দিন, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট পাইকুরাটি ইউপি আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656