শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ধর্মপাশায় অগ্নিকান্ডে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি-হাওড় বার্তা

মহি উদ্দিন আরিফ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৯৫৩ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানি ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুরে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই গ্রামের তপু তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তার মা আগুন থেকে তাকে ঘুম থেকে ডেকে তুলেন। এ সময় আগুন দ্রæত ছড়িয়ে যেতে থাকে। ফলে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল ধানসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে চামরদানি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইউপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের নির্দেশে স্থানীয় দুর্যোগ ব্যবস্থপনা কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ছয় হাজার টাকা ও দুই বান টিন প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656