
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের আলেয়া আক্তার খাতুন (৭০) নামে এক প্রাক্তন প্রাইমারী স্কুল শিক্ষকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি হলিদাকান্দা গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
আজ রাত ১২টা ৪৫মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ১৯৫৮ সালে সিলেট জেলা থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন এবং ১৯৬৩ সালে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন। এরপর তিনি সৎ ও আদর্শের সাথে ২০০৬ সাল পর্যন্ত হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার এই মহৎ পেশা পালন করেন।
মৃত্যকালে তিনি ৩ ছেলে ও আত্বীয় স্বজনসহ অসখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের জানাযার নামাজ দুপুর ২টা ৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এবং জানাযার নামাজ শেষে উপজেলার
একটি বিশেষ করোনা টিম মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।