শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ধর্মপাশায় প্রতিবেশীর বটির কোপে ২বছরের শিশু নিহত

মহি উদ্দিন আরিফ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৮২৯ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মধ্যনগর থানাধীন চামরদানি ইউনিয়নের আবিনগর নোয়াগাঁও গ্রামে এক প্রতিবেশীর বটি’র কোপে দুর্জয় মিয়া নামের দুই বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবা ছালেক মিয়া তার প্রতিবেশী জয়নাল মিয়ার বিরুদ্ধে এ হত্যার অভিযোগ তুলেছেন।

ছালেক মিয়া জানান, গত চৈত্র মাসে তার একটি গরু জয়নাল মিয়ার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে জয়নালের সাথে তার বিরোধ তৈরি হয়। এ নিয়ে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলাও করেছে। এ নিয়ে মামলাও চলছে।

শনিবার দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দেয়। সেই কোপ তার কোলে থাকা দুর্জয়ের মাথায় লাগে এবং গভীরভাবে ক্ষত হয়। পরে দুর্জয়কে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি নির্মল দেব জানান, ছালেক মিয়া জয়নালে বিরুদ্ধে তার ছেলেকে হত্যার অভিযোগ তুলেছে। কিন্তু জয়নাল তা অস্বীকার করেছে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656