
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় স্থানীয় গণমিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় মোয়াজ্জেম হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাড. আলী আমজাদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস তার বক্তব্য বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন কিনে ছিলাম। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব।যদি দলীয় মনোনয়ন পাই তবে নৌকার বিজয় উপহার দিতে পারব এবং দলীয় মনোনয়ন না পেলে যেই নৌকা পাবে আমি তার সাথে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করব।
#
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।