শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ধর্মপাশায় শিক্ষা বিষয়ক মতবিনিময়

মহি উদ্দিন আরিফ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষার্থীদের সাথে শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড রিসোর্স নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী।

আইইএআরবিডি সমন্বয়কারী আল ফারুক রাতুলসহ তাদের সদস্যবৃন্দ বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও আমেরিকার শিক্ষা সংস্কৃতির তুলনামূলক পার্থক্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, সংগঠনের স্থানীয় সমন্বয়কারী হুমায়রা আন্নান পায়েল প্রমুখ।

#৯.১০.২১

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656