
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাতী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা সদর ইউনিয়নের দশধরী জামে মসজিদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বিকেল তিনটার দিকে সংগঠনটির উদ্যোগে সদর বাজারের খালেক ম্যানশনের সামনে অসহায় ৬২ জন নর-নারীর মাঝে চাল, ডাল, তেল, সাবান ও মাক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. হক, সাধারণ সম্পাদক আলী আমজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, সাইফুর রহমান কাঞ্চন, হাফিজুল হক, ইকবাল হোসেন, চন্দন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, যুগ্ন আহ্বায়ক পুতুল মিয়া, কবির আহমেদ, শাহ আলম, ইমরান আহমেদ, শাহীন মিয়া, ছাত্রদেলর আহ্বায়ক ওবায়দুর মজুমদার, যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ, শাহীন আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান বাদল প্রমুখ।
#
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।