শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

নতুন ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে যত ভোট পড়েছে তার ৮০ শতাংশই পেয়েছেন ব্যারিস্টার সুমন।

এদিকে, ব্যারিস্টার সুমনের প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চরম ভরাডুবি হতে চলেছে এই আসনে। এখন পর্যন্ত একটি কেন্দ্রেও প্রতিমন্ত্রী পাস করতে পারেননি।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩টি কেন্দ্রে ব্যারিস্টার সুমন পেয়েছেন ২২ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম মাহবুব আলী পেয়েছেন ছয় হাজার ৩৪৭ ভোট। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656