
রাজীব দাস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : ব্যক্তিগত বিরোধ ও কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ।
সংগঠনের নেতাদের অভিযোগ, কিছু ব্যক্তি পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ধামাইল সংস্কৃতির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
গতকাল শুক্রবার (১১ জুলাই) সুনামগঞ্জের দিরাইয়ে আয়োজিত এক বিশেষ সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সামাজিক মাধ্যমে সংগঠনকে ঘিরে চলমান কুরুচিপূর্ণ কর্মকাণ্ড দিন দিন অসহনীয় হয়ে উঠছে। তারা দাবি করেন, আগামীর কমিটিতে যেন বিতর্কিত ও দায়িত্বহীন ব্যক্তিরা স্থান না পান।
সভায় বক্তারা আরও অভিযোগ করেন, পূর্ববর্তী কমিটির সদস্যরা দায়িত্ব পালনে গাফিলতি করেছেন। তাদের কার্যক্রমে সংগঠনের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে, এমনকি বিলুপ্তির পথে চলে যাচ্ছিল পরিষদ। এই প্রেক্ষাপটে নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
পরে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠন করা হয় নতুন কমিটিতে অরুন কান্তি তালুকদার সভাপতি, শ্যামল দেব সাধারণ সম্পাদক ও অনুপম দাস কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
এসময় বক্তব্য রাখেন নারায়ণ দাস, বাউল সিরাজ উদ্দিন, পল্টন দাস, অরুণ কিরণ বর্মণ, হিল্লোল পুরকায়স্থ, নন্দলাল দাস, রণধীর চক্রবর্তী, লেখক সাগর দাস, বাপ্টু দেব, বাউলা তপু, মিহির তালুকদার, জীবন সূত্রধর, দিপংকর বনিক, সাগর পুরকায়স্থ, তুষ্টি তালুকদারসহ অনেকে।সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধামাইল দলের সদস্যরাও অংশ নেন।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারীরা হলেন সুরমার তীরে ধামাইল দল (তুষার), ললিতা ধামাইল দল (তুষ্টি তালুকদার), মেলোডি মাফিয়া (সাগর তালুকদার), অপরাজিতা (মিল্টন দাস), বাউলা তপু ধামাইল দল (মৌলভীবাজার), ভোরের পাখি (জামালগাছ), কিশোরী (ছয়হারা), সুরধ্বনি (লালপুর), পিয়াইন (খাগাউড়া), কালনীর কূলে (দিরাই) ও লোকদল ধামাইল সংঘ (শান্তিগঞ্জ)।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।