শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

“নতুন বছর”-মোঃ নজির হোসেন  

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

“নতুন বছর”

মোঃ নজির হোসেন 

নতুন বছর নতুন পৃথ্বী সাজলো নতুন সাজে,

তুমি বিনে সেই জমিনে একলা ভোগী লাজে!

ফিরায় কে আর নতুন জোয়ার মুগ্ধ হলো পাথার,

জোয়ার ভাসে তব আশে কাটব প্রেমের সাঁতার।

ভুলে গিয়ে হিংসা বিদেষ ফুটাও হাসি মুখে,

রূপের দেমাক ত্যাগ করিলে থাকবে জনম সুখে।

নতুন বছর নতুন কছর হইবে তোমার সনে,

বিশেষ দিনে গ্লাণি বিনে পুষি তোমায় মনে।

নতুন রবির প্রভা হয়ে আইসো আমার ঘরে,

আসলে তুমি বসলে কাছে রাখব যখন করে।

তুমি অভ্রের নতুন তাঁরা দীপ্ত একটা প্রভাশিখা,

তুমি আমার কালো অভ্রের জলন্ত সেই নীহারিকা।

যুগল চরণ আলতা বরন দেখতে ইচ্ছে জাগে,

নতুন ফুল নতুন রুপে ফুইটো আমার বাগে।

নতুন বছর নতুন আমেজ নতুন ভালোবাসা,

বিধির কাছে প্রার্থনা এই; পুরোক সবার আশা।

মনের আনন্দে মাথুক সবে অতীত দুঃখ ভূলে,

প্রীতির বন্দন আবৃত হোক সকল জীবের মূলে।

মোঃ নজির হোসেন -সাহিত্য সম্পাদক,হাওড় বার্তা। রচনাকালঃ ০১-০১-২০২২ইং

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656