


নিজেস্ব প্রতিবেদক: তাহিরপুরের পাটলাই নদী থেকে ৬টি বালু নৌকা জব্দ করেছে পুলিশ। সোমবার বিকালে তাহিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই হেলাল উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সুলেমানপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদী থেকে বোঝাইভর্তি ৬টি বালু নৌকা জব্দ করে। আটককৃত বোঝাইভর্তি ৬টি বালু নৌকা তাহিরপুর থানা ঘাটে জব্দ তালিকায় রাখা হয়েছে।
জানা যায়, শান্তিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইজারা বহির্ভূত মাহারাম নদীর পাড় কেটে বালু উত্তোলন করছে অসাধু বালু খেকোচক্র। নদী পাড় কেটে বালু উত্তোলন না করার জন্য এলাকাবাসী এমনকি ইজারাদারদের পক্ষ থেকেও বাধা নিষেধ রয়েছে।
তাহিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই হেলাল উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইজারা বহির্ভূত মাহারাম নদীর পাড় কেটে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় সুলেমানপুর থেকে বোঝাইভর্তি ৬টি বালু নৌকা জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

