
নাহিদুল ইসলাম আল মামুন
নবরূপে নয়নে নিবদ্ধ করে তোমার সাজাবো
দেখবো বলে!
আমার স্তব্ধ শহরে হবে হঠাৎ করে কোলাহল
জয়ধ্বনি দিবে সবাই,
মুখে মুখে বেজে উঠবে বজ্র কন্ঠ
হবে এক নতুন সূচনা !!
সব অগ্রজয়ীর সাক্ষী হতে ছুটে আসবে দলে দলে-
জনসমুদ্রের পরিনত হবে রাস্তা থেকে মাঠের পর মাঠ।
আর নয় সংকুচ আর নয় হতাশা!!
চল এক হই নবজাগরণ এর টানে
রুখতে হবে ভাঙ্গতে হবে তালা
পরতে হবে শিকলবেড়ী
গড়তে হবে নতুন ইতিহাস
পড়তে হবে বিজয় মালা
চল গাধার খোলস ছেড়ে হই ঘোড়া
এক হই একহই নবজাগরণ এর টানে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।