


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: “ মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ” স্লোগান নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও নতুন বছরের টিশার্টের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠন, খেলাধুলায় অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রী ও অতিথিদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং নতুন বছরের টি-শার্টের মোড়ক উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র গোপ, বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সহকরী শিক্ষিকা আজিমা বেগম, মোঃ মুহিবুর রহমান, মোঃ আজিজুর রহমান ও সংগঠনের সেচ্ছাসেবীগন।
এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠন কে নতুন বছরের টিশার্ট প্রদান করেন বাজকাশারা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী হাজী আনোয়ার মিয়া।
অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করেন সংগঠনের অন্যতম সদস্য বাজকাশারা মোল্লা বাড়ির কৃতি সন্তান মোঃ মুহিবুর রহমান।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিন জানান, এসো মুখে হাসি ফুটাই একটি মানবিক ও সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। এতে করে গ্রামের সবাই একত্রিত হয়ে এক যোগে ভালো কাজ করার শক্তি উজ্জীবিত হবে।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন বিশিষ্ট সমাজ সেবক হাজি আনোয়ার মিয়া ও মুহিবুর রহমান সহ সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

