
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুশকিল হাসান মাজার নামক সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অপর একজন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় উল্লখিত স্থানে সিলেট গ্রামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রা -ট ১২-০৩১৪) ধাক্কায় ধান মাড়াই কাজের নিয়জিত হারভেস্টার গাড়ির চালক গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোাকাম পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য চুনু মিয়ার পুত্র ফাহিম আহমেদ নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব বলেন,দুর্ঘটনায় কবলিত গাড়িটি আটক করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।