

নাইরে আমার ভিটে মাটি
নাইরে বাড়ি ঘর।
যাকে ভাবি আমার আপন
সে যে হয় আমার পর।
এই দুনিয়ার লীলা খেলা বুঝা ভীষন দায়
ক্ষনে ক্ষনে লাগে আমায় বড় অসহায় (২)
সূর্য উঠে পূর্ব দিকে
সবাই সেটা জানে
জীবন চলে কোন বাহানায়
কেবা বলতে পারে (২)
নাইরে আমার ভিটে মাটি
নাইরে বাড়ি ঘড়
যাকে ভাবি আমার আপন
সে যে আমার পর।
সবাই খুজেঁ পায়রে সুখ
আমায় করে পর,
বুঝলাম নারে একি দুনিয়ার
একি খেলাঘর (২)
নাইরে আমার জাত বর্নতা
নাইরে আমার অহংকার,
কিভাবে থাকিবে আমার শেষ অলংকার।
সবাই মোরে ছাড়তে পারে, আমি পারিনা
কেবা জানে আমিত উরাল জানি না।
লেখক: রুবিনা আক্তার জুলি শিক্ষার্থী,জাউয়া বাজার (ডিগ্রি) কলেজ, ছাতক সুনামগঞ্জ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

