
সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে ড্রেজারে মাটি উত্তোলন করার দায়ে ৩(তিন) ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার ১৭ই মার্চ ২০২৪ খ্রিঃ বিকাল ৪টার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন রাস্তার পাশের জমি থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলনরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ জন ব্যক্তিকে আটক করেন। অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় আসামী মো: সুরুজ মিয়া (৬০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন জানান, মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।