শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্টির সংঘর্ষে নিহত ১ এবং আহত ৩০

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সোহরাব হোসেন আবির (২৭) নামে ছাত্রদল নেতা নিহত এবং ৩০ আহত হয়েছে।

শনিবার ৫ জুলাই দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত সোহরাব চাতলপাড় কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্টির মাঝে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছে। শনিবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দুপুরে উভয় পক্ষের মধ্যে দেশীয় নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে মোল্লা গোষ্টির সমর্থক ছাত্রদলের নেতা সোহরাব মিয়া ঘটনাস্থলে মারা যায় এবং সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আজারুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ দুই গোষ্ঠীর বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656