মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

নাসিরনগরে আর্দশ বীজতলা করে রোপা আমন রোপন হচ্ছে। বাম্পার ফলনের সম্ভাবনা।।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আকস্মিক বন্যায় আউশ আমন ধানের জমি তলিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।বন্যার পানি কমে যাবার পর কৃষকেরা ক্ষতি পোষানোর লক্ষে জমিতে বাম্পার ফলনের আশায় আদর্শ বীজতলা করে, সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে রোপা আমন রোপন করছে।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এর নির্দেশ মোতাবেক, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমানের সার্বিক তত্বাবধানে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেম ও তমা দেবের উদ্ভুদ্ধকরণের মাধ্যমে আদর্শ বীজতলা করে রোপা আমন রোপন করচ্ছে কৃষকরা।উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নাসিরনগর উপজেলায় এ বছর ৬৫৫২হেক্টর জমিতে রোপা আমন রোপন করা হয়েছে।প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সঠিক পরিচর্যা ও সুষম মাত্রায় সার প্রয়োগ করলে নাসিরনগর উপজেলায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকরা জানান,মাঠে কৃষকদের খোঁজখবর নিচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281