নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কৃষাণ -কৃষাণীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
আজ ২৮ নভেম্বর ২০২১ রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে নাসিরনগর উপজেলায় কৃষাণ -কৃষাণীদের মাঝে বিনামূল্যে লাল তীর হাইব্রিড ধান বীজ বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,২০ জন কৃষাণ- কৃষাণীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য নাসিরনগর উপজেলায় ৫০০০ (পাঁচ হাজার) কৃষাণ- কৃষাণীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।