
সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল নির্ধারিত পরিমানে না দেয়ার অভিযোগে ক্রেতা , বিক্রেতা ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছে।
অভিযোগকারী নাসিরপুর গ্রামের জয়নাল মিয়া জানান, গত রোববার সকালে তার ছেলে সাহেব মিয়া খাদ্য বান্ধব চাল কিনতে নাসিরনগর উপজেলা সদরের রাফি উদ্দিন মার্কেটে খাদ্য বান্ধব চাল ডিলার খাইরুল বাশার এর কাছে। তখন সেখানে ২/৩ জন ক্রেতা অভিযোগ করেন যে,প্রতি জনকে ন্যায্যমুল্যে খাদ্য বান্ধব ৩০কেজি চাল দেয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে ২৫ কেজি করে। সাহেব আলী এই অনিয়মের প্রতিবাদ করলে ডিলার খাইরুল বাশার ও তার লোকজনদের সাথে সাহেব আলী ও অন্যান্য ক্রেতাদের সংঘর্ষ হয়,এতে সাহেব আলী ও মো: কামরুল মিয়া নামে ২ জন আহত হয় । এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।