
সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, এমপিইপিআই সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার, কর্মকর্তা, কর্মচারী, শিশুসহ অভিভাবকগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ অভিজিৎ রায় জানান, নাসিরনগর উপজেলায় সকল স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১মাস ৪৫৩৪ জন এবং ১-৫ বছরে ৪৬৪৮৮ জন সহ সর্বমোট ৫১,০২২ জন শিশুকে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।