শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নাসিরনগরে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন – সংগ্রাম এম পি-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৮ মে, ২০২১
  • ১০৬৪ বার পড়া হয়েছে

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

জেলার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অাজ ৮ মে ২০২১ শনিবার সকালে নাসিরনগর সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরন করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (২৪৩) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।


নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে মানবিক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। উপজেলা সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি /সাধারণ সম্পাদক, সাংবাদিকগণ, উপজেলা অাওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের কর্মীগণ ও স্থানীয় নেতৃবৃন্দ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসেবে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১০০০ অসহায় দুঃস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656