শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নাসিরনগরে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে ” জয়িতা অম্ভেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণের মাধ্যমে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে জয়িতা অম্ভেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় ” নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় কাজী সুজানা বেগম স্বামী কাজী আব্দুল বাছির, চাতলপাড় ফুলকারকান্দি কে সর্বশ্রেষ্ঠ জয়িতাসহ ৫ জন জয়িতাকে সম্মাননা পদক প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656