শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

নাসিরনগরে মাদ্রাসার ছাত্রকে বলৎকার করায় শিক্ষক গ্রেফতার -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জেঠাগ্রাম নূরানী হাফিজিয়া মাদ্রাসার ১০ বছরের শিশু ছাত্রকে বলৎকার করায় মাদ্রাসার শিক্ষক মোঃ আমিনুল হক (২০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ।

ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন ১নং ওয়ার্ডের মোঃ আজিজুল ইসলামের ১০ বছরের শিশু পুত্র আরিফুল ইসলাম ভিকটিম গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেইট মুফতি ছায়েব আলী আলাইহি আহসান উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগের ছাত্র। উক্ত মাদ্রাসায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ৬নং ওয়ার্ড চৌপট গ্রামের আব্দুল হান্নান এর পুত্র মোঃ আমিনুল হক(২০) নাজেরা বিভাগের একজন শিক্ষক। আমিনুল হক নাজেরা বিভাগের শিক্ষক হওয়ায় ভিকটিম আরিফুল ইসলামকে ঘুম থেকে উঠায়ে তার কক্ষে নিয়ে ভয়ভীতি দেখাইয়ে মুখ চেপে জোরপূর্বক বলৎকার করে। বলৎকারের সময় তার চিৎকারে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা দেখে ফেললে আমিনুল হক ছাত্রদের হুমকি দিয়ে বলে এই ঘটনা কেউ যেন জানতে পারে। এই সুযোগে প্রতিদিনই ছাত্রদের বলৎকার করে আসছে। গত ১৭ জানুয়ারি ভিকটিম আরিফুল ইসলামকে বিকালে রাতের বেলায় তার রুমে যাওয়ার জন্য বলিলে ভিকটিম মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে গিয়ে উক্ত ঘটনা মাকে জানানোর পর ছাত্রের বাবা মাদ্রাসা এসে মাদ্রাসার কর্তৃপক্ষে অবগত করে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ২০০০ ধারায় ১৮/০১/২০২৪ খ্রিঃ মামলা দায়ের করার পর থানা পুলিশ আসামী আমিনুল হককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656