শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নাসিরনগরে মোটরসাইকেল চুরি ও টাকা দাবি’র অভিযোগ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়ায় ২৪ এপ্রিল দিবাগত রাতে ঘরের বারান্দা থেকে মোটর সাইকেলটি চুরি হয়েছে।

মোটরসাইকেলটির মালিক চন্দন দাস ঘটনার পরই থানায় ২৫ এপ্রিল সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

ভুক্তভোগী চন্দন দাস জানান, ২৪ এপ্রিল রাতে ১.৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় তার কালো রঙের বাজাজ N160 মোটরসাইকেলটি ঘরের সামনে বারান্দার রুমে রেখে ঘুমাতে যাই। ২৫ এপ্রিল ভোর ৫ টায় আমার চাচা শশুর রেফতি দাস (৫০) ঘুম থেকে উঠে দেখেন বারান্দার ঘরের দরজা ভাঙা,ঘরে মোটরসাইকেলটি নেই; সবাইকে ডাকাডাকি শুরু করলে সবাই ঘুম থেকে উঠে অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডাইরি করি।

চন্দন দাস আরও জানান, সাধারণ ডাইরি করার পর একটি মোবাইল নম্বর থেকে ফোন করর টাকা দাবী করছে। মোটরসাইকেলটির মডেলঃ BAJAJ PULSAR-N160 TD FI ABS রং: কালো-Black (নতুন) চেসিস নম্বর: PSUB54DY4STL05456 ইঞ্জিন নম্বর: PDXCRG80133। রেজি নম্বরঃ BRAHMANBARIA-I-A-11-9962।মূল্য: ৩ লক্ষ ৩ হাজার টাকা।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আলাম জানান, “অভিযোগটি পেয়েছি তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656