
সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও গতিশীল ও ফলপসু করার লক্ষে যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।
সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ অফিসার্স ক্লাবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিকে গতিশীল ও ফলপসু করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এর উদ্যোগে যক্ষ্মারোগ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি গতিশীল ও ফলপসু করার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক (টিবি)এরিয়া সুপার ভাইজার মিঠু রঞ্জন সরকার, প্রোগ্রাম অফিসার মোঃ উবায়েদ উল্লাহ আল-মামুন, এফও মোঃ আলমগীর হোসাইন, এফও মিশু রানী বণিক। উক্ত ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন,সাংবাদিক,জনপ্রতিনিধি,ধমীয় নেতা, শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিগণ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।