নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা সহ রাজ্জাক খান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে।
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের উত্তর গ্রামে ২৮ সেপ্টেম্বর গভীর রাতে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা সহ জুলমত খানের ছেলে রাজ্জাক খান কে ৬৫ গ্রেফতার করেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।