শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নাসিরনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার জেলার,নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জানুয়ারি ২০২৫খ্রিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিকালে উপজেলা শহীদ ইমরান চও্বরে সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সেনু মিয়া (ডিপটি) সভাপতিত্বে এবং আব্দুল বাতেন শরীফ ও সোহাগ চৌধুরীর যৌথ সঞ্চালনায়, জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র তৃণমূল ভোটে নির্বাচিত সভাপতি এম.এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ভূঁইয়া রেনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি খালেদ মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চকদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির,পূর্বভাগ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আইয়ুব খাঁন উপজেলা স্বেচ্ছাসেবকদলের নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের শরিফুল ইসলাম ভূঁইয়া, আব্দুল আল মামুন , উপজেলা নবীন দলের সভাপতি আমসু মিয়া প্রমুখ। সদর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় উপস্থিত হয়েছে।
সমাবেশে বক্তারা আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656