শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নাসিরনগর ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০ জন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে ৩০ জন।

সোমবার ১০ মার্চ নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সাথে মোল্লা গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এই ঝগড়া নিয়ে রবিবার দুই গোষ্ঠীর লোকজন মধ্যে সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষের জেরে সোমবার বিকেলে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়।

থানার অফিসার ইনচার্জ (ও সি) মোঃ খায়রুল আলম জানায়,ফুটবল খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে।ফুটবল খেলাকে কেন্দ্র করে চাপরতলা ফকির গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ফকির গোষ্ঠীর পক্ষে আরজ মিয়া অরফে কালা মিয়া , পিতা- মৃত আলী আকবর সাং- চাপরতলা ১৯জন কে এজাহার নামীয় আসামী করে মামলা করেন। মোল্লা গোষ্ঠীর পক্ষে রিনা বেগম বাদী হয়ে মামলা করেন।

এই ঘটনায় রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি তাহের মিয়া(৩৫), পিতা-মৃত সুন্দর আলীকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656