নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কার্ডের বিপরীতে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা কাজল জ্যোতি দত্ত, হাকিম রাজা, ১নং ওয়ার্ড মেম্বার নিতাই দাস, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জানু মিয়া, কবির মিয়া মেম্বার, মিজানুর রহমান মেম্বার সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।ঈদুল ফিতর উপলক্ষে আজ ১নং ও ২নং ওয়ার্ডের ১৭১ জনকে ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে মোট ৭৬৯৫০ টাকা প্রদান করা হয়। বাকী ওয়ার্ড গুলো পর্যায়ক্রমে প্রদান করা হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।