


সুনামগঞ্জ প্রতিনিধি: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই স্লোগানকে ধারণ করে নিরাপদ সড়ক গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু এলাকায় চালক, মালিক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ এবং সরাসরি প্রচারাভিযান চালানো হয়। এসব লিফলেটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
ক্যাম্পেইনের নেতৃত্ব দেন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ওবায়দুল হক মিলন। তার নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেতুর দুই পাশে অবস্থান নিয়ে উপস্থিত চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করা হয়। এতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
নিসচা সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে চালকদের আহ্বান জানানো হয়—তারা যেন ট্রাফিক আইন মেনে চলে, গাড়ির যান্ত্রিক অবস্থা নিয়মিত পরীক্ষা করেন এবং যাত্রাপথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে গাড়ির মালিকদের নিয়মিত ফিটনেস পরীক্ষার আওতায় যানবাহন আনার আহ্বান জানানো হয়। যাত্রীদের অনুরোধ করা হয়, তারা যেন চালকদের ওপর অযথা চাপ প্রয়োগ না করে এবং ট্রাফিক আইন সম্পর্কে নিজেও সচেতন থাকেন। পথচারীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন নিরাপদে সড়ক পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোহাম্মদ নুর, ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, এমডি মহসিন, আব্দুল মতিন পীর ও আবু হুরায়রা ফাহিম প্রমুখ।
নিসচা নেতারা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। তারা আরও বলেন, “প্রতিটি জীবন মূল্যবান—একটি ভুল সিদ্ধান্ত যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয়।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

