
মাহমুদুল হাসান
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের ব্যানারে আমার মনোনয়ন চেয়ে আমার মুহিব্বিন মুতাআল্লিকিন কর্তৃক প্রচারিত একটি পোস্টার আমার দৃষ্টিগোচর হয়েছে। যারা এটি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করে আমি অত্যন্ত পরিস্কার ভাষায় ঘোষণা করতে চাই, যেহেতু এই নির্বাচনে দেশ ও জাতির সমর্থন ও সংশ্লিষ্টতা নেই, এবং এই নির্বাচনে আমার প্রিয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামও অংশগ্রহণ করছে না, সংগত কারণেই মুরব্বিদের ইচ্ছা ও নজরিয়ার বাইরে গিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই।
আগামীতে দেশে যদি সুষ্টু নির্বাচন হয়, আমার নির্বাচনি এলাকা সুনামগন্জ-৩ এর মুরব্বিয়ান ও জনগণ যদি আমাকে নির্বাচন করার পরামর্শ দেন, সর্বোপরি আমার মুরব্বি উলামায়ে কেরাম যদি নির্দেশ প্রদান করেন, তাহলেই কেবল নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা করা যাবে। আল্লাহপাক আমাদেরকে আমাদের আকাবির-আসলাফের মাসলাক ও মানহাজের উপর চলার তৌফিক দিন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।