ফুটবল দুনিয়ায় আবারও সাড়া ফেললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন। ক্লাবটির মালিক লিওনেল মেসির সঙ্গে আবারও একই দলে খেলতে দেখা যেতে পারে নেইমারকে — যা ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
ইন্টার মিয়ামির পিঙ্ক জার্সিতে নেইমারের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফুটবল বিশ্লেষকরা বলছেন, এই স্থানান্তর ঘটলে MLS-এর জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যাবে।
সম্ভাব্য কারণ: নেইমারের সৌদি আরবের আল-হিলাল ক্যারিয়ার ইনজুরিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নতুন শুরু খুঁজছেন তিনি।
ভক্তদের প্রতিক্রিয়া: “মেসি-নেইমার জুটি আবারও একসাথে দেখা যাবে?” — এমন প্রশ্নে ভরে গেছে টুইটার ও ইনস্টাগ্রাম।
ফুটবল ভক্তদের চোখ এখন ইন্টার মিয়ামির অফিসিয়াল ঘোষণার দিকে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।