শহিদুল ইসলাম রেদুয়ান: তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে ঢাকার ফার্মগেটের তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে "ওয়ান ওয়ে স্কুল"এর ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় টেক কার্ণিভাল ২০২৩।
গত (শনিবার) ১৪ই জানুয়ারি ন্যাশনাল টেক কার্ণিভালে "ওয়ান ওয়ে স্কুল" টিমের সদস্য ব্যতিত বিভিন্ন শ্রেণিপেশার লোকজনরা অংশ গ্রহণ করেন ন্যাশনাল টেক কার্ণিভালে।
এতে সিলেট বিভাগ থেকে প্রায় ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এবং"বেস্ট ডিভিশন টিম অ্যাওয়ার্ড" অর্জন করে সিলেট বিভাগ টিম। তাছাড়া "বেস্ট ডিভিশন লিডার অ্যাওয়ার্ড" অর্জন করেন সিলেট ডিভিশন লিডার মাহমুদুল হক জামিল। এবং "বেস্ট স্কুল টিম অ্যাওয়ার্ড"অর্জন করে শাহ হেলাল উচ্চ বিদ্যালয় টিম।
সিলেট ডিভিশন লিডার মাহমুদুল হক জামিল 'দৈনিক হাওড় বার্তা কে জানান, এই সাফল্য শুধু "ওয়ান ওয়ে স্কুল" টিমের এম্বাসেডরদের নয়, এই সাফল্য সিলেট বিভাগের সর্বস্থরের জনগণের। পাশাপাশি ওয়ান ওয়ে স্কুল এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফারিয়া হক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে এরকম একটা প্লাটফর্মে সিলেট ডিভিশন কে যুক্ত করে সিলেট ডিভিশন এর সকল শ্রেণী পেশার মানুষের কাছে ওয়ান ওয়ে স্কুল এর ফ্রি লার্নিং পৌছে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি আরও বলেন, "ওয়ান ওয়ে স্কুল" এর অনলাইন ভিত্তিক ফ্রী -লার্নিং প্লাটফর্মের মাধ্যমে দেশের শিক্ষার্থী তথা অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে একাডেমিক, আইটি এবং সেলফ-ডেভেলপমেন্ট এই ৩ টি বিষয়ে অনলাইনে শিক্ষা দিয়ে থাকে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।