বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নতুন ভবন পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া,ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) আল নূর তারেক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া,পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল কবির এনাম,প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।