
আফতাব উদ্দীন :
ত্যাগ, প্রেম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অপূর্ব বার্তা নিয়ে প্রতি বছর ফিরে আসে পবিত্র ঈদুল আযহা। এই মহিমান্বিত দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি এমন এক অনন্য আদর্শের প্রতীক, যা মানুষকে শিখিয়ে দেয় কীভাবে আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এবং কিভাবে পারস্পরিক সহানুভূতি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে গড়ে তোলা যায় একটি ন্যায়ের সমাজ।
এই পবিত্র ইদুল আযহা উপলক্ষে, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের সুনামগঞ্জ পত্রিকার নির্বাহী সম্পাদক' বিশিষ্ট সমাজসেবক, তরুণদের আইডল, তরুণ রাজনীতিবিদ লন্ডন প্রবাসী জনাব মোশাহিদ আলম মহিম তালুকদারের পক্ষ থেকে লক্ষণশ্রী ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও অফুরন্ত দোয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
এই ঈদ আমাদের শেখায় একে অপরের কষ্ট বুঝতে, ত্যাগ স্বীকার করতে এবং ভালোবাসা ছড়িয়ে দিতে। আমরা যেন ঈদের প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে সমাজের অবহেলিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত গরিব অসহায় মানুষের পাশে আরও জোরালোভাবে দাঁড়াতে পারি। এবং তাদের অধিকার রক্ষায় প্রতিটি মানুষ হোক সচেতন, সংবেদনশীল ও দায়িত্বশীল।
মহিম তালুকদার আরও বলেন—
এই পবিত্র দিনে আমরা যদি সত্যিকার অর্থে ঈদের মূল দর্শন আত্মস্থ করি, তাহলে সমাজে কোনো বৈষম্য, অবিচার বা সহিংসতা টিকতে পারে না। ঈদ হোক সাম্য, মানবতা ও ভালোবাসার অঙ্গীকারে উজ্জ্বল এক প্রতিজ্ঞা, যেখানে অসহায় নারী শিশুসহ প্রতিটি মানুষ নিরাপদ, সম্মানিত ও মর্যাদাসম্পন্ন জীবন পায়।
তিনি লক্ষণশ্রী ইউনিয়ন সহ দেশের সর্বস্তরের মানুষকে আহ্বান জানান—
আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, দয়া, সহানুভূতি ও দায়িত্ববোধকে আরও বেশি গুরুত্ব দিই। যারা বঞ্চিত, যারা নিঃস্ব, তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিই।
নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার এই দিনে সকলের সুখ, শান্তি, সুস্থতা কামনা করছি। ঈদ মোবারক
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।