
শান্তিগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আয়োজনে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মীসভায় মোটর চালক দল নেতা আব্দুল কদ্দুছ এর সভাপতিত্বে ও আব্দুল মুকিদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মোটর চালক দলের সভাপতি, নজরুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, বাবু অসিত দাস,জেলা মোটর চালক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাহেদুর রহমান জাহেদ, যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলা,ছাএদল নেতা,জিতু মিয়া,তোফায়েল, মোটর চালক দলের উপজেলা নেতা মোহাম্মদ আলম, জহুরুল ইসলাম, শহিদ,ইউনিয়ন ও ৭ নং ওয়ার্ড মোটর চালক দল নেতা, আবদুল মন্নান,জামাল, জব্বার, মখলিছ,মুকিত,মকব্বির,আলি আহমেদ, মাহমুদুল, আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, আরজ আলী, রাফিক,জহুরুল, মোস্তাকিম,মাসুক,তাজুল ইসলাম, কাইয়ূম, আজাদ,ইনুছ,আবুলেইস,জয়নাল,মাশারফ,ফয়াজ,জাহাঙ্গীর, আনোয়ার, আতর আলী, সামছুল আলম,মান্না,ছায়েদ,আবুন নুর,দিলাল,রুপ মিয়া,জয়নাল, আমির,আব্দুল কদ্দুস, মজিদ, নোয়াব আলী, আপ্তর,মুখলিস,কামাল, মস্তফা,আলাউদ্দিন, হারুন,আবদুল আওয়াল,নুর ইসলাম, ময়না মিয়া প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।